আলামিন হোসেন।।
রাজবাড়ীর পাংশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম (বুড়ো) সভাপতি উপজেলা আওয়ামীলীগ, এ এফ এম শফিউদ্দিন পাতা সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, আব্দুল আল মাসুদ মেয়র পাংশা পৌরসভা, জালাল উদ্দিন বিশ্বাস ভাইস চেয়ারম্যান পাংশা উপজেলা,সভাপতি, ওয়াজেদ আলী মন্ডল সভাপতি পৌর আওয়ামীলীগ, ওতুর সরদার সাধারণ সম্পাদক পৌর আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম ( মারুফ) সহ প্রমুখ।
আলোচনায় সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মুক্তিতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা। তার অকুতোভয় নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল বাঙালি জাতি। পরাজিত পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। তার মুক্তির মধ্য দিয়েই পরিপূর্ণ বিজয় অর্জন করে বাঙালি।