শিশু ও বৃদ্ধাদের জন্য এক মহীয়সী নারীর উদ্যােগে শুক্রবার ( ৮ জানুয়ারি) বিকালে রাজবাড়ী সদরের পৌরসভার দক্ষিণ ভবানীপুরে ৬ নং ওয়ার্ডে’ কিডস এন্ড ওল্ড সেফ হোম ‘ শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি প্রমূখ।
কিডস এন্ড ওল্ড সেফ হোমের পরিচালক সুমাইয়া তাসফিন জানান, ছোট বেলায় স্বপ্ন দেখতাম রাজবাড়ীতে অসহায় শিশু ও বৃদ্ধাদের জন্য কিছু করবো। নিজের উদ্যোগে কিছু অসহায় বঞ্চিতদের সম্পূর্ণ দায়-দায়িত্ব বহন করবো। আজ আমার সেই স্বপ্ন পূরণ হতে চলছে। প্রাথমিক ভাবে ১২ জনকে এই বৃদ্ধাশ্রমে থাকা-খাওয়া-চিকিৎসাসহ তাদের যাবতীয় দায়িত্ব গ্রহণ করা হবে। পরবর্তীতে এটাকে আরো সম্প্রসারণ করা হবে।