রাজবাড়ীতে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪২০ জন।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন।
০৪/০১/২০২১ ও ০৫/০১/২০২১ তারিখের ৪২ ব্যক্তির নমুনা প্রেরণ করা হয়েছিল। সদর উপজেলার ২৬ টি নমুনাতে ২ জন পজিটিভ, গোয়ালন্দ উপজেলার ৭টি নমুনাতে কোন পজিটিভ আসে নাই, বালিয়াকান্দি উপজেলার ৬টি নমুনাতে কোন পজিটিভ আসে নাই, পাংশা উপজেলার ৩টি নমুনাতে ১ জন পজিটিভ।
রাজবাড়ীতে করোনায় আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৩১৯ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং মোট ৩০ জন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ভর্তি আছেন এবং হোম আইসোলেশনে চিকিৎসারত আছেন ৬৭ জন।