আজ ৫ জানুয়ারী সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, কৃষি উপ-পরিচালক মোঃ মনিরুজ্জান, কৃষি সম্প্রসারণ এজাজুল করিম ও উপসহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ডিজিটাল চিত্রের মাধ্যমে কিভাবে ফসল ভালোভাবে উৎপন্ন করতে হয় সে সম্পর্কে আলোচনা করেন। বিশেষ করে আলু চাষের ওপর গুরুত্ব দিয়ে আলু চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাংশা। এতে ৫০ জনের অধিক কৃষক অংশগ্রহণ করে।