বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

0Shares

সুজন বিষ্ণু: সোমবার দুপুর ১২টায় জেলা ছাত্রলীগের আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলণ করেন এবং দলীয় পতাকা উত্তোলণ করা হয়। পরে ৭৩ পাউন্ডের কেক কেটে ঐতিহ্যবাহী এ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড.শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ,রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ মো: রুহুল আমীনসহ ছাত্রলীগের জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg