আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলার রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রবিবার (০৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি রবিবার। মনোনয়নপত্র যাচাই ১৯ জানুয়ারি মঙ্গলবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি মঙ্গলবার। ভোট গ্রহণের তারিখ ১৪ ফেব্রুয়ারি রবিবার।
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সূত্র জানা যায়।
উল্লেখ্য নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রার্থীদের প্রচার প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও তাদের শুভাকাঙ্ক্ষীগন।