পাংশায় হারানো ছেলেকে উদ্ধার করে পিতার নিকট হস্তান্তর করলেন পুলিশ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির, ( পাংশা)

গত শনিবার( ২ জানুয়ারি) রাতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মধ্যরাতে হারানো ছেলেকে উদ্ধার করে ও সকালে তার পিতার নিকট হস্তান্তর করেন পাংশা থানা পুলিশ।

অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন পাংশা মডেল থানা এর দিক নির্দেশনায় রাতে অভিযান চালানোর সময় পাবনা থেকে হারিয়ে যাওয়া ছেলেটাকে উদ্ধার করে পুলিশ।

এসআই মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন মোঃ ওমর ফারুক (১৪) পিতা-নাজিমদ্দিন প্রামানিক, গ্রাম- চালনা, থানা- সুজানগর, জেলা- পাবনার ছেলেটাকে উদ্ধার করে।

পাংশা থানাধীন মৈশালা বাসস্ট্যান্ড হইতে উদ্ধার পূর্বক তার পিতা-নাজিমদ্দিন প্রামানিক এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg