বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। জাদুঘরের উদ্বোধন করেন বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, এবং সভাপতি বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক।
বৃহস্পতিবার বেলা ৩ টায় বরগুনা নৌকা জাদুঘরের ( বঙ্গবন্ধুর নৌকা জাদুঘর ) উদ্বোধন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সভাপতি বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ও মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার বরগুনা, বঙ্গবন্ধু নৌকা যাদুঘর নির্মাণ কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল ইসলাম সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন আরো ছিলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট এম. মুজিবুল হক কিসলুসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এনজিও কর্মী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এবং বিলুপ্ত হওয়া একশ ধরনের নৌকা স্থান পেয়েছে এ জাদুঘরে। বরগুনা জেলা প্রশাসন মুজিববর্ষ উপলক্ষে নৌকা জাদুঘর তৈরি করেছে । এই জাদুঘরের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।