জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপির ৬৬ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামের বাসবভনে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা, বিশেষ দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী’র ৬৬ তম জন্মদিন উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ফুল দিয়ে প্রিয় নেতার জন্মদিনের শুভেচ্ছা জানান। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য নির্মল কুমার চক্রবর্তী, বীরমু্িক্তযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এনায়েত হোসেন জাকির, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ মোল্লা সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।