রাজবাড়ী জেলার সদর উপজেলার জৌকুড়া ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাশি ও রবিউল নামে দুই বালু উত্তোলনকারীকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলন ও বিপণন করে আসছিল। এতে নদী ভাঙ্গনের তীব্রতা ও ঝুঁকি বাড়ছিল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালু কাটার স্ক্যাভেটর (ভেকু) মেশিন সরিয়ে নেয়ারও নির্দেশ দেয়া হয়।
রবিবার ( ২৭ ডিসেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ও মো. আরিফুজ্জামান যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন ফরিদপুর র্যাব-৮।