আলামিন হোসেন শাকির// “এসো সবাই মিলে তাহলে পাংশা উপজেলার উন্নয়নে” এই শ্লোগানকে সামনে রেখে আজ (২৭ ডিসেম্বর) ২০২০ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের জন্য ভালোবাসার উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত করা হয়।
উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি সরকারি কলেজের পদার্থ বিভাগের প্রভাষক মোঃ মকবুল হোসেন রতন, রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক সেখ আসাদুল ইসলাম, পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান হাফিজুর ইসলাম, পাংশা গার্লস স্কুলের সহকারি শিক্ষক রেহেনা পারভীন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমসহ আরো অনেক শিক্ষকগণ।
পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান হাফিজুর ইসলাম বলেন, আমরা এর আগেও অনেক শিক্ষার্থী পেয়েছি এবং তারা বাংলাদেশের নামিদামি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে কিন্তু নিজের উপজেলার দরিদ্র মানুষের জন্য চিন্তা ভাবনা অনেক কম সংখ্যক শিক্ষার্থীর মধ্যে দেখেছি। এদের মত শিক্ষার্থীকে পেয়ে আমরা শিক্ষকরা নিজেরা গর্ববোধ করি। আমার বিশ্বাস তারা এর থেকেও ভালো ভাবে নিজের উপজেলার দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে।
আমি এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা যেন ভালো পজিশনে থেকে বাংলাদেশকে উন্নত করতে পারে।