আলামিন হোসেন শাকির//
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র ওয়াজেদ আলী।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে এ প্রার্থীতা ঘোষণা করা হয়।
এর আগে দলীয় প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের গঠিত মনোনয়ন বোর্ডে পাংশা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র ওদুদ সরদার অতুল, বর্তমান মেয়র আব্দুল আল-মাসুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মন্ডল ফরম জমা দেন। এরপর তৃণমূলের ভোটাভুটি শেষে চারজনের নাম হাইকমান্ডে পাঠানো হয়। পরবর্তীতে সার্বিক বিষয় যাচাই বাছাইয়ের পরে সাবেক মেয়র ওয়াজেদ আলী মাস্টার কে পাংশা পৌরসভা নির্বাচনে আমি দিক থেকে মনোনয়ন দেয়া হয়।