সুকান্ত বিশ্বাস// ২৫ শে ডিসেম্বর শুক্রবার “রাজবাড়ী ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন” এর আয়োজনে ২য় ক্রিকেট উৎসব- ২০২০ ঢাকার দক্ষিণ খান আশিয়ান সিটি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ক্রিকেট উৎসবে রাজবাড়ীর সাবেক এবং বর্তমান সময়ের শতাধিক খেলোয়ার দিনব্যাপী ক্রিকেট উৎসবে অংশগ্রহণ করে। সকাল ৯ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। দিনব্যাপী ক্রিকেট উৎসব আয়োজনে চারটি প্রীতি ক্রিকেট ম্যাচ ৮ দলের মধ্যে অনুষ্ঠিত হয় । এছাড়াও মধ্যাহ্নভোজ স্মৃতিচারণ সংক্ষিপ্ত আলোচনা এবং অনুষ্ঠানের শেষে সকলকে শুভেচ্ছা স্বরুপ ক্রেস্ট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের রাজবাড়ী ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।