শিরোনাম
আজ বিশ্ব শিশু অধিকার দিবস জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ইভটিজিংয়ের অভিযোগে সাংবাদিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার শিক্ষক সংকটে গোয়ালন্দে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২ কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা: মমতাজ রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

চন্দনী ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্যের শতবর্ষ শতাব্দী উৎসব পালিত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

0Shares

সুজন বিষ্ণু// আজ শনিবার ২৬ ডিসেম্বর নানা আয়োজন আর উৎসব মূখর পরিবেশে দিন ব্যাপি উদযাপিত হয়েছে চন্দনী ইউনিয়নে ইতিহাস ও ঐতিহ্যের শতবর্ষ শতাব্দী উৎসব।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে পবিত্র কুরআন তেলওয়াতের ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শতাব্দী উৎসবে চন্দনী ইউনিয়নের ইতিহাস ঐতিহ্যের উপর প্রাবন্ধ উপস্থাপন করেন কবি প্রাবন্ধিক নাট্যকার ও রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) সালাম তাসির।

তিনি নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন চন্দনী ইউনিয়নের শতবর্ষে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন কারি ব্যক্তিদের স্মৃতিচারণ। এছাড়া পদ্মা নদীর কুল ঘেঁষে অবস্থিত চন্দনী ইউনিয়ন, হড়াই নদীর ইতিহাসের সাথে মিশে থাকা চাঁদ সওদাগরের নৌকা ডুবির ইতিহাস তুলে ধরা হয়।

এছাড়া অন্যান্য বক্তৃতারা চন্দনী ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি লেখক, গবেষক ও রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, প্রফেসর ডঃ ফকির আব্দুর রশীদ চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাটকার ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মোঃ রমজান আলী শেখ, সাংবাদিক ও শিক্ষানুরাগী অশিফ মাহমুদ। আরোও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল হোসেন খান, চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মালেক সিকদার, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক এজিএস মোঃ আইয়ুব আলী, চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকসুদ আহমদ রাজা এর সহধর্মিণী নাজমা বেগম প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg