ফরিদপুরে পৃথক অভিযানে ২ টি ডাকাতির মামলায় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

0Shares

ফরিদপুরে ভাঙ্গা থানার ১০ জন ডাকাত কে আটক করা হয়েছে। যার মামলা নং-১৮ , ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী ১। ইসলাম মোল্যা(৫২), পিতা-মোঃ আবু মোল্যা, সাং-ধানজাইল, ২। বেলায়েত শেখ(৩৫), পিতা-সেকেন্দার শেখ, সাং-পদ্মবিল, উভয় থানা-কাশিয়ানী, ৩। ফরিদ খা(৪৭), পিতা-রহমান খা, সাং-মাটলা, থানা-গোপলগঞ্জ সদর, সর্ব জেলা-গোপালগঞ্জ, ৪। সুজন সরদার(৩৯), পিতা-মৃত কানাই সরদার, সাং-বাররা, থানা-ভাংগা, ৫। ওবায়দুর(২৬), পিতা-ছত্তার মাতুব্বর, সাং-ভলিভদ্রদী, থানা-সালথা, উভয় জেলা ফরিদপুর, এবং সেই সাথে ভাংগা থানার মামলা নং-২৪/২৯৮ তারিখ গতকাল ২৫/১২/২০২০ ধারা-দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর 19A এর এজাহার নামীয় ১। শহিদুল শেখ(৩৫), পিতা-মৃত সেকেন শেখ, সাং-চর বাহারা, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ(বর্তমানে সিডিখান ঢাকিকান্দি বাদল মোল্লার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর) কে এবং ভাংগা থানার মামলা নং-১৬ তারিখ-১৩/১২/২০২০ খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড এর আসামী ১। মোঃ হাবিব মুন্সী(৪৫), পিতা-মৃতঃ দুদয় মুন্সী ওরফে দুধাই, ২। মোঃ মুসা বেপারী(৪৭), পিতা-সামু বেপারী, উভয় সাং-ব্রাক্ষণকান্দা, উভয় থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, ৩। শহিদুল শেখ(৩৫), পিতা মৃত-সেকেন শেখ, সাং-চর বাহারা, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ(বর্তমানে সিডিখান ঢাকিকান্দি বাদল মোল্লার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর), ৪। মোঃ বদিউল আলম(৫৫), পিতা-মৃতঃ তাইজুল ইসলাম, সাং-মেহেদীপুর, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী(বর্তমানে ৬নং সফুরা সেন্টার, ফ্লাট নং-৬/এ, সুজাতনগর, পল্লবী-১২, ডিএমপি, ঢাকা), ৫। পলাশ কর(২৮), পিতা-ঠাকুর দাস কর, সাং-কেমতলী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, (বর্তমানে-মিরপুর-১১, সেকশন-১১, রুট-১০, পল্লবী, ঢাকা-১২১৬, পলাশ গোল্ড হাউস, নিউ সোসাইটি মার্কেট, ডিএমপি, ঢাকা) সর্বমোট ১০(দশ) জন ডাকাতকে ঢাকা, মাদারীপুর ও ফরিদপুর-এ অভিযান পরিচালনা করে ভাংগা থানাধীন হামিরদী এলাকায় ০২(দুই)টি ডাকাতির ঘটনায় লুন্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধারপূর্বক আসামীগনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg