রাজবাড়ী জেলা করোনা আপডেট
আজ ২৩/১২/২০২০ প্রেরিত মোট নমুনা সংখ্যা ৪৬ টি।
নমুনা পাঠানোর তারিখ ১৯/১২/২০২০ইং এবং ২০/১২/২০২০ইং পজিটিভ ০৬ টি।
এর মদ্ধে রাজবাড়ী সদর উপজেলার ০৩ জন, প্রেরিত নমুনা ২৯ টি,
পাংশা উপজেলার ০২ জন, প্রেরিত নমুনা ০৮ টি, কালুখালী উপজেলার ০১ জন, প্রেরিত নমুনা ০৪ টি,
গোয়ালন্দ উপজেলায় নাই, প্রেরিত নমুনা ০৫ টি।
এছারা পজিটিভ রোগী শনাক্তের হার ১৩%, মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৩৮২ জন। রাজবাড়ী সদর উপজেলা ১৭৯৬ জন, পাংশা উপজেলা ৭৫৪ জন, কালুখালী উপজেলা ২৩৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৭০ জন।
এছারা সুস্থ ৩২৫৭ জন,
রাজবাড়ী সদর উপজেলা ১৭২১ জন, পাংশা উপজেলা ৭২৫ জন,
কালুখালী উপজেলা ২২৬ জন,
বালিয়াকান্দি উপজেলা ৩১৯ জন,
গোয়ালন্দ উপজেলা ২৬৬ জন।
মৃত ৩০ জন,
রাজবাড়ী সদর উপজেলা ১৬ জন,
পাংশা উপজেলা ০৭ জন,
কালুখালী উপজেলা ০৩ জন,
বালিয়াকান্দি উপজেলা ০২ জন,
গোয়ালন্দ উপজেলা ০২ জন।
হোম আইসোলেশনে চিকিৎসারত আছেন ৮৮ জন,
রাজবাড়ী সদর উপজেলা ৫৫ জন,
পাংশা উপজেলা ১৯ জন,
কালুখালী উপজেলা ০৬ জন,
বালিয়াকান্দি উপজেলা ০৬ জন,
গোয়ালন্দ উপজেলা ০২ জন,
হাসপাতালে ভর্তি আছেন ০৫ জন।