‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
আজ সোমবার ( ২১ ডিসেম্বর) রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম মহোদয়ের নির্দেশনায় গোয়ালন্দ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় “ক” শ্রেণির ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘরগুলোর অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করেন মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজবাড়ী।
এ সময় মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, গোয়ালন্দ; সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুজিব বর্ষকে সামনে রেখে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরগুলোর কার্যক্রম জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক নিয়মিত তদারকি ও পরিদর্শন করা হচ্ছে।