“মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে আজ জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজওয়ানা নাহিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী; শাহরিয়ার আহসান, উপসহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফরিদপুর; বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
এ সময় রাজবাড়ী জেলার ০৩ জন সেরা রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অভিবাসী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয় ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও বই বিতরণ করা হয়।