১১১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির রাজবাড়ী জেলা কমিটির নতুন যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন হেলাল মাহমুদ।
গতকাল শনিবার জেলা জাতীয় পার্টির দলীয় কার্যলয়ে এ পরিচিত সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্ছু আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি খন্দকার গোলাম কবির, আবুল হোসেন, হামিদুল হক বাবলু, ফিরোজ মুজাহিদ, আসাদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মমিন প্রমুখ।
হেলাল মাহমুদ দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। জাতীয় পার্টির রাজনীতির পাশাপাশি তিনি দৈনিক যুগান্তর পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।