রাজবাড়ী জেলার পাংশা থানার অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এর বিদায় অনুষ্ঠান করেন।
উপস্থিত ছিলেন, নুজহাস তাসনীম আওন সহকারী কমিশনার (ভুমি),
যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, জেলা পরিষদের সদস্য বাবু উত্তম কুমার কুন্ডুসহ পাংশা উপজেলার সকল অফিসারগন,
নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, এই এলাকার মানুষ খুবই আন্তরিক। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস স্কলারশিপ নিয়ে ইউএসএ যাচ্ছেন।