শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

পাংশায় নিজ অর্থায়নে ব্রীজ সংস্কার করলেন এমপি পুত্র মিতুল

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

0Shares

আল-আমিন হোসাইন শাকির (পাংশা)||

রাজবাড়ীর পাংশা-বাহাদুরপুর সড়কের ‘বিরু মন্ডলের ঘাট’ ব্রিজটি রাজবাড়ী-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জিল্লুর হাকিম এর পুত্র আশিক মাহমুদ মিতুলের অর্থায়নে সংস্কারের পর, এখন ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর সড়কের যশাই ইউনিয়নের লক্ষীপুর বিরু মন্ডলের ঘাট নামে যে ব্রীজটি রয়েছে সেটি দেড় বছরের বেশি সময় ধরে ভেঙে রয়েছে। এর কারনে পাংশা উপজেলার যশাই, হাবাসপুর, বাহাদুরপুর ইউনিয়নের মানুষের যাতায়াতের চরম সমস্যা হচ্ছিল।

ব্রীজটি ভাংগা থাকার কারণে বাহাদুরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন। সম্প্রীতি বিষয়টি স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলকে জানালে তিনি তাৎক্ষণিক ওই ব্রীজটি সংস্কার করার উদ্যোগ নেন এবং মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মনোয়ার হোসেন জনিকে নিজ অর্থায়নে ব্রীজের সংস্কার করার দায়িত্ব প্রদান করেন।

মের্সাস জাফরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মনোয়ার হোসেন জনি বলেন, এই এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই আশিক মাহমুদ মিতুল নিজ অর্থায়নে এই কাজ করছেন আমি সার্বিকভাবে এ কাজের দেখভাল করেছি মাত্র। দীর্ঘ ২১ দিন কাজ করার পর এখন জনগণের যাতায়াতের জন্য খুলে দেয়া হয়েছে ব্রীজটি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg