জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের উজানে পদ্মা নদীতে দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জেলে আলাল হালদারের জালে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বৃগেট মাছ ধরা পড়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত বাবু সরদারের আড়ৎ এ মাছটি বিক্রির জন্য আনলে সেখানে উন্মুক্ত ডাকে (অকশনে) ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৭শ ৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। এসময় মাছটি দেখতে উৎসুক জনতা মাছের আড়ৎ এ ভীর জমায়।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এ ধরনের মাছ এত বড় আকারে সাধারণত পদ্মা নদীতে খুব একটা দেখা যায় না। তাই একটু বেশী লাভের আশায় বাবু সরদারের আড়ৎ থেকে ১২হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি। মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন স্থানে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করছি। আশা করি আজকের মধ্যেই কেনা দামের থেকে একটু বেশি দামে মাছটি বিক্রি করতে পারব।