রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আওয়ামী লীগ কার্যালয়ের মুক্ত মঞ্চে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে মহান বিজয় দিবসের কর্মসুচীতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সহ সভাপতি প্রফেসর ফখরুজ্জামান মুকুট, এ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরী, এ্যাডভোকেট সফিকুল আজম মামুন সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্তসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন