পাংশা পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি নির্বাচন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

0Shares

আগামী ৩০ জানুয়ারি রজবাড়ী জেলার পাংশা পৌরসভা সহ তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার। যাচাই-বাছাই ৩ জানুয়ারি রবিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি রবিবার। ভোট গ্রহণের তারিখ ৩০ জানুয়ারি শনিবার।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg