শিরোনাম
গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির এক পক্ষের বিরুদ্ধে ওপর পক্ষের বসত বাড়িতে হামলার অভিযোগ জুলাই বিপ্লব চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৪’ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা গোয়ালন্দে বিদেশি মদ ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার-৫ চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার দুই ধানক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী দিলো রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ রাজবাড়ীতে ভেজাল মদ্যপানে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি-২

গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ অধ্যক্ষের অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি কামরুল ইসলাম কলেজ পরিবারের আয়োজনে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় কলেজ হল রুমে অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল-এর অবসর জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ আবু মুহিত হিরা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার সহ কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা, কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মণ্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃদুল হোসেন সহ কলেজের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,বিদায়ী অধ্যক্ষ যেমন সফলতার সাথে কলেজ পরিচালনা করেছেন ঠিক তেমনি নতুন অধ্যক্ষ তারই ধারাবাহিকতা বজায় রেখে কলেজ পরিচালনা করবেন এবং কলেজের সকল ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষায় শিক্ষিত করে সঠিক দিকনির্দেশনা প্রদান করে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবু মুহিত হীরা তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘদিন একই সাথে কাজ করেছি কলেজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছি আমি ১২ বছর আগে অবসরে গেলেও আজ তিনি অবসরে যাচ্ছেন। আমি তার সার্বিক সাফল্য কামনা করি এবং কলেজের যেকোনো প্রয়োজনে যেকোনো সময় আমরা কলেজের পাশে থাকবো এই আশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg