সাংবাদিক আহসান হাবীব টুটুলের মাতা সেলিনা খাতুনের ইন্তেকাল
জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিটিভি ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের রাজবাড়ী জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহর স্ত্রী এবং এনটিভি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি আহসান হাবীব টুটুলের মাতা সেলিনা খাতুন (৭০) গত রোববার দিবাগত রাতে ফরিদপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।(ইন্নানিল্লাহি ওয়াইন্নাহিইলাহি—— রাজিউন) মৃত্যুকালে তিনি স্বামী ও ২ছেলেসহ আত্নীয়স্বজন বন্ধুবান্ধব, অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
সেলিনা খাতুনের মৃত্যুতে’ রাজবাড়ী টেলিগ্রাফ ‘ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক গাজী সাইফুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন শোক প্রকাশ করেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা সোমবার বাদআছর খানকা শরীফ জামে মসজিদ (বড়মসজিদ ) ও এরপর পুরাতন বিদ্যুৎজামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।