জহুরুল ইসলাম হালিম//
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বুদ্ধিজীবিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজবাড়ী শাখার অায়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় একাত্মতা প্রকাশ করে অরনি সাংস্কৃতিক সংসদ ও জাতীয় যুব জোট রাজবাড়ী শাখা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে একটি র্যালি নিয়ে শহরের রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি মনিরুল হক মনির, সাধারন সম্পাদক অাব্দুল লতিফ লাল, সহ-সভাপতি খন্দবার অাতাউর রহমান, সদরের সভাপতি কামরুজ্জামান কামুন, শ্রমিক নেতা শহিদুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জেলা ছাত্রলীগ জেলা শাখার সহ-সভাপতি জনি ব্যাপারী প্রমূখ।
বক্তরা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গচুরকারী, বিরধীতাকারী ও ফতোয়াবাজদের বিচারের দাবি করে বলেন, সংবিধান ও ভাষ্কর্য প্রশ্নে কোন ছাড়-সমঝোতা-মাঝামাঝি পথ নয়, রাষ্ট্রদোহী রাজনৈতিক মোল্লা-ধর্মব্যবসায়ীদের বিচার করতে হবে।