বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গোয়ালন্দে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সভা ও মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি কর্মকর্তা ফোরামের উদ্দ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুমে প্রতিবাদ সভা ও উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল প্রমূখ।
এসময় বক্তারা ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg