জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী (নৌকা প্রতীক) আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী বিপুল ভোটে জয়ীলাভ পেয়েছেন।
আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি নৌকা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩৬০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ঘোড়া প্রতীকে মোঃ আরিফুজ্জামান (স্বতন্ত্র) ১২ হাজার ৬০৬ ভোট, ধানের শীষ প্রতীকে মোঃ মাহবুব আলম সাহিন ২ হাজার ৩৪৯ ভোট, আনারস প্রতীকে গোলাম মাহাবুব রাব্বানি (স্বতন্ত্র) ১ হাজার ৯২৮ ভোট, মোটরসাইকেল প্রতীকে সুলতান (স্বতন্ত্র) ৩০৫ ভোট।
বৃহস্পতিবার রাতে রিটার্নিং অফিসার ও রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
উপজেলার অফিসের হল রুমে এ ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার আরো জানান, গোয়ালন্দ উপজেলার ৩৫টি কেন্দ্র মোট ভোটার রয়েছেন ৯১ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরুষ ৪৬ হাজার ৮৫ জন ও নারী ভোটর ৪৫ হাজার ৩৫৫ জন।
উল্ল্যেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান চলতি বছরে মৃত্যুবরণ করেন। এরপর এ উপজেলা পরিষদে চেয়াম্যানের শুন্যপদে নির্বাচন কমিশন চলতি বছরের ১০ ডিসেম্বর উপ নির্বাচনের ভোট গ্রহণের তফসীল ঘোষণা করেন।