গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে, নির্বাচনী প্রচারণা আজ মধ্যরাত থেকে বন্ধ হতে যাচ্ছে

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে আজ মধ্যরাত থেকে সংশ্লিষ্ট উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হচ্ছে।
সোমবার জেলা নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানা যায় ।

কমিশন সূত্র জানায়, সংশ্লিষ্ট এসব এলাকায় মিছিল-মিটিংসহ সব ধরণের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে আজকে শেষ হবে।

তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী আজকে মধ্যরাতের পূর্বে তাদের নির্বাচনী প্রচারকাজ শেষ করতে হবে।

আচরণ বিধিমালা লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া কোনো প্রার্থীই যাতে নির্বাচনী আইন লঙ্ঘন না করে সে ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে আইন লঙ্ঘনকারীদের তাৎক্ষনিক শাস্তির জন্য মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg