সুকান্ত বিশ্বাস // রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও উগ্র মৌলবাদের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্তরে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া সুলতানা কংকন বক্তৃতা করেন।
এ সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সাথে জরিতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান। পাশাপাশি পরবর্তীতে ধর্মান্ধ ও উগ্রমৌলবাদীদের রাজপথে মোকাবেলার কথা জানান তারা।