ঘন কুয়াশায় ১০ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া -পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক

সম্পাদকীয় | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

0Shares

ঘন কুয়াশায় টানা ১০ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী গোয়ালন্দে দৌলতদিয়া ফেরি ঘাটে গতকাল রোববার রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত টানা ১০ঘন্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। হঠাৎ এমন কুয়াশার কারণে নৌপথ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের কবলে পড়েন পণ্যবাহী ও যাত্রীবাহী শত শত গাড়ি।
এদিকে ঘাটের ১৮ কিলোমিটার অদুরে গোয়ালন্দ মোড়-কুষ্টিয়া মহাসড়কের একপাশ দিয়ে প্রায় ৫ কিলোমিটার পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, গতকাল রোববার রাতে থেকেই নদীপথে ঘন কুয়াশা দেখা যায়। এতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ রাত ১২টা থেকে ফেরি বন্ধ করে দেয়। এর ১০ ঘন্টা পর সকাল ১০টার দিকে কুয়াশা কমতে থাকলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এ সময় মাঝনদীতে কোনো ফেরি আটকা ছিল না। প্রায় ১০ ঘন্টার মতো নৌযান চলাচল বন্ধ ছিলো উভয় পাশেই।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের চারলেন সড়কের একপাশদিয়ে বাংলাদেশ হ্যাচারীচজ এলাকা পর্যন্ত পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লম্বা সারি দেখা যায়।

এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরও জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৮টি ফেরি চলাচল করত। এর মধ্যে কয়েক দিন আগে দুটি ফেরি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফিরিয়ে নেয়। বাকি ১৬টি ফেরির মধ্যে কয়েক দিন ধরে রো রো (বড়) ফেরি আমানত শাহ যান্ত্রিক ত্রুটিতে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামত কাজের জন্য রয়েছে। দূর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহি যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg