দৌলতদিয়া ৬ নারী মাদক ব্যবসায়ীর আত্নসমর্পণ ও স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া মাদকখ্যাত পোড়া ভিটা এলাকার ৬ নারী মাদক ব্যবসয়ী ২ ডিসেম্বর বুধবার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে আত্নসমর্পণ করেছে।
আত্নসমর্পণকারী ১| সাহানাজ বেগম (৩৮), স্বামীঃ সোবহান শেখ, ২| লাইলী বেগম (২৮), স্বামী ইব্রাহিম প্রামানিক, ৩| সাথী আক্তার (৪০), পিতাঃ জামাল বিশ্বাস, ৪| রোজিনা (৫০), স্বামীঃ কাজী আরিফ, ৫| বেবি খাতুন (৫৫), স্বামীঃ আজমল শেখ, ৬| রহিমা খাতুন (৬৫), স্বামীঃ মিজানুর রহমান। এদের সবার বাড়ী দৌলতদিয়া পোড়া ভিটা এলাকায়। অধিকাংশ ভাড়া বাড়িতে থেকে হেরোইন, ইয়াবা, গাঁজার মতো মাদক ব্যবসা করতো। তবে গ্রামের বাড়ি দেশের বিভিন্ন অঞ্চলে।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) দায়িত্বপ্রাপ্ত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, দৌলতদিয়া পোড়াভিটা নিয়ে অনেক বদনাম রয়েছে। অধিকাংশ বাসিন্দা মাদক ব্যবসার সাথে জড়িত। আমি ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপার মো. মিজানুর পিপিএম স্যারের নির্দেশক্রমে পোড়াভিটা এলাকাকে মাদকমুক্ত করতে কয়েকদিন অভিযান চালানো হয়। বুধবার বিকেলে ফের অভিযানকালে তাদেরকে আত্মসমর্পনের সুযোগ দেয়া হয়। পরে ৬জন চিহিৃত মাদক ব্যবসায়ী আর মাদক ব্যবসা করবে না মর্মে মুচলেকা দিয়ে অঙ্গিকার করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় জামিনে রয়েছেন। তবে এসময় কোন মাদকদ্রব্য উদ্ধার হয়নি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg