গোয়ালন্দ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থীগণ গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদক বরাবর দলীয় মনোনয়নের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন। গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদক বুধবার (০২ ডিসেম্বর) রাত ৯টা পর্যন্ত মোট ৮ জন প্রার্থীর আবেদন গ্রহণ করেন।
দলীয় প্রার্থী হতে আবেদন করেছেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য শেখ শালিমুজ্জামান হিরন,
গোয়ালন্দ পৌর মেয়রের ছোট ভাই আওয়ামী লীগের কুপনধারী সদস্য শেখ মো: নজরুল ইসলাম,
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ সালাউদ্দিন মাহমুদ রেজা,
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল,গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি তামান্না আক্তার কাকলি,
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম,
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড: নাজিরুল ইসলাম, ও
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো: বাদল বিশ্বাস। ( আবেদন জমা দেয়ার সিরিয়াল অনুযায়ী)
আবেদনপত্র গ্রহণ শেষে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লিয়াকত হোসাইন রাজবাড়ী টেলিগ্রাফ-কে জানান, মেয়র পদে ৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন পাবার জন্য আবেদন করেছেন।কেন্দ্রে দলীয় মনোনয়ন বোর্ডে কমপক্ষে ৩জনের নাম পাঠাতে হবে।দলীয় প্রার্থী চুড়ান্ত করার লক্ষে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভাতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।