জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সচল থাকা তিনটি ঘাটের সবগুলোর ‘পকেটপথ’ অনেক ঢালু ও খানাখন্দের সৃষ্টি হয়ে আছে। সেখানে ফেরি থেকে আনলোড হওয়া গাড়িগুলো সহসা সংযোগ সড়কের উপরে উঠতে পারছে না। ২ ডিসেম্বর বুধবার বেলা ১১টার দিকে ৫ নম্বর ঘাটে ফেরি থেকে নেমে ঢালু পকেটপথ অতিক্রম করছিলো মালবোঝাই একটি ট্রাক (যশোর ট-১১-৩৮৩৯)। এ সময় সেখানে নিচু গর্তে চাকা পড়ে ট্রাকটি সঙ্গে সঙ্গে উল্টে যায়। এ সময় পাশে থাকা রোজিনা পরিবহন নামের যাত্রীবোঝাই একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। কাপড়ের ‘ঝুট’ বোঝাই উল্টে পড়া ওই ট্রাকটি ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। এ ঘটনায় ট্রাকটির চালক মো. টিটু শেখ আহত হন। স্থানীয় ভাবে তাকে প্রাথমিক চিকিসা দেওয়া হয়।
এদিকে ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে মোট ৬টি ঘাট রয়েছে। এর মধ্যে ১, ২ ও ৬ নম্বর ঘাট তিনটি বন্ধ থাকায় সেখানে ঘাট সংকট দেখা দিয়েছে। পাশাপাশি ফেরিস্বল্পতার করণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক পারাপার ব্যাহত হচ্ছে। এ কারণে আজ বুধবার দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ ঢাকাগামী কয়েক শ বিভিন্ন গাড়ি। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট পর্ন্ত তিন কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিআইডাব্লিউটিএ’র সহকারি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দৌলতদিয়া ফেরিঘাটের ঢালু পকেটপথ মেরামতে দ্রুত কাজ চালানো হবে।