আসাদুজ্জামান নুর// রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চৌবাড়িয়া প্রিমিয়াম ক্লাব কর্তৃক আয়োজিত নৈশ্য মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে। ফাইনাল খেলায় ডাঃ আবুল হোসেন জায়ান্ট রাজবাড়ী কে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুললো আকাশ ডিপার্টমেন্টাল স্টোর বেলগাছি। এ জয়ে টানা তৃতীয় বারের মতো শিরোপা জয়ের আনন্দ উদযাপন করলো আকাশ ডিপার্টমেন্টাল স্টোর বেলগাছি।
ষোল দলের অংশ গ্রহণে দুইদিন ব্যাপী টুর্নামেন্টটির খেলা মাঠে গড়ায়। নক আউট নিয়মে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের খেলায় চারটি দল পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। দ্বিতীয় দিনে দুটি সেমিফাইনালসহ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গ্রামের প্রত্যান্ত অঞ্চলে রাতের বেলা ফ্লাড লাইটের আলোয় ক্রিকেট খেলা ভিন্নধর্মী একটি আয়োজন। খেলা দেখার জন্য দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
পরে জয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাদপুর বাজার (বেলগাছি) বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মূতি রাজন, চন্দনী রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম হারুন, ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রুমী শামীমা, চৌবাড়িয়া প্রিমিয়াম ক্লাব এর সভাপতি আরাধনা ফজলুর রহমান আরো উপস্থিত ছিলেন মোঃ জুলহাস মিয়াসহ ক্লাবের সদস্যবৃন্দ।
চৌবাড়িয়া প্রিমিয়াম ক্লাবের সভাপতি ফজলুর রহমান বলেন, খেলাধুলা মনকে আনন্দ ও প্রফুল্ল রাখে। মাদক ইভটিজিং থেকে কিশোর ও যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা আরো বেশি প্রয়োজন।তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারি সকল দল ও দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।