জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর বয়স্ক নারী ও প্রতিবন্ধীদের মাঝে রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস শিশু বিদ্যালয় মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দৌলতদিয়া যৌনপল্লির পঞ্চান্নর্ধো বয়স্ক নারী এবং আশপাশ এলাকার অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ৫০০ জন এসব অসহায় মানুষের মাঝে দেওয়া হয়, ৭.৫ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১লিটার তেল, ১কেজি লবন, ০.৫ কেজি সুজি, ২কেজি আটা সহ তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লা, কেকেএস শিশু বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয় নেতৃবৃন্দ।