আল-আমিন হোসেন শাকির||
আজ ২৫ জুলাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ২নং হাবাসপুর ইউনিয়ন পরিষদে বন্যা দুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। বন্যা দূর্গতদের প্রতি জনকে ১০ কেজি করে চাউল দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা শ্যামল বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম ও সচিব আজিজুল ইসলাম।
পদ্মা সহ সকল নদীর পানি বাড়ার কারণে প্লাবিত হয়েছে নিচু জমি। বন্যার পানিতে ডুবে গেছে সকল ফসলের মাঠ। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক এবং বিপাকে পড়েছে দিনমজুররা। যারা দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করেন, তাদের এই বন্যা পরিস্থিতিতে কোন কাজ নেই। যার ফলে তাদের দিন কাটছে অনাহারে। এমন ৫০০ জনের মাঝে আজ ৫ টন ত্রাণের চাউল বিতরণ করা হয়।