জহুরুল ইসলাম হালিম//রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের পাশে ডাইভিশন সড়ক এলাকায় আজ ৩০ নভেম্বর সোমবার সকাল ৭ ঘটিকার সময় দ্রুতগামী সূর্যমূখী পরিবহনের একটি বাস চাপা দিলে রুবেল খান (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সূর্যমূখী পরিবহনের একটি বাস রুবেল খান নামের যুবকটি রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয়। আমরা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ নিয়ে যাই। তখন দ্রুত সেখানে তাকে অক্সিজেন দেয়া হয়। তার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
খোঁজ নিয়ে জানাজায় রোকুনুজ্জামান খানের ছেলে মৃত রুবেল খানের বাড়ী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতন্দী গ্রামে। মৃত রুবেলের আপন চাচাতো ভাই মাসুদ রানা ‘‘রাজবাড়ী টেলিগ্রাফ’’কে জানান, বাড়ী থেকে গত ২৮ নভেম্বর শনিবার বের হয়ে গতকাল ২৯ নভেম্বর রবিবার আমাদেরকে ঢাকায় আছে বলে মুঠোফোনে জানায়।
আজ আমরা দুপুরের দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন মহাসড়কে ‘সড়ক দুর্ঘটনায়’ রুবেল মারা গেছে। আমারা তার ছবি দেখে নিশ্চিত হয়ে বাড়ী থেকে আহলাদিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হাজির হই।
নিউজ সংগ্রহ পর্যন্ত মৃত রুবেলের লাশ বাড়ীতে নেওয়ার প্রস্তততি চলছে।
গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) নারায়ন চন্দ্র দত্ত বলেন, হাসপাতাল থেকে মরদেহ টি গ্রহন করেছি। এখন নিহতের পরিবারের লোকজন আসায় দ্রুত…..