জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা থেকে আজ রবিবার (২৯ নভেম্বর) গভীর রাত ২টা ৪৫ মিনিটের সময় দু’পক্ষের মারামারির প্রস্তুতিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে বেলা ১১টা ৩০ মিনিটের সময় পুলিশ ভ্যানযোগে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো৷ ১] উত্তর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বারের পাড়া মৃত হোসেন বেপারীর ছেলে মাজেদ বেপারী (৩৮), ২] উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া মোঃ একিন সিকদারের ছেলে ইয়াছিন সিকদার (৪০), ৩] নুরু মন্ডল পাড়া মোঃ আজিজুল মন্ডলের ছেলে মোঃ আশিক মন্ডল (১৮)।
এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর জানান, বাকি আসামীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।