পাংশাতে ডাকাত সহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

0Shares

আজ (২৮ নভেম্বর) পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী হাসান আলী ও নিয়মিত মামলার আসামভ সালাম মন্ডলকে গ্রেফতার করেন।

এস.আই সেকেন্দার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অস্ত্র ও ডাকাতি মামলার হরিনাডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে অস্ত্র সহ ডাকাতি মামলার আসামী হাসান আলী শেখ (২৫) কে গ্রেফতার করেন এবং এস.আই ননী গোপাল সরকার সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মামলার মুচিদহ গ্রামের মৃত ইয়াছিন মন্ডলের ছেলে আসামী সালাম মন্ডল(৫৫) কে গ্রেফতার করেন

পুলিশ আসামিদেরকে নিজ নিজ গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন এবং আদালতে প্রেরণ করা হয়।

আলামীন হোসেন শাকির
পাংশা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg