রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

0Shares

২৬ নভেম্বর অনুমান বিকাল ৪ টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন বাগমারা সাগর মিলের সামনে পাকা রাস্তার পাশ হতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ বদিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে ২ জন আসামী সহ ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আসামীরা হচ্ছে মৃত মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন(২২), ও ফজর মন্ডলের ছেলে মোঃ নাহারুল মন্ডল (২৪)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামে। কোমরে সুকৌশলে লাল ও কালো কষ্টের দ্বারা প্যাঁচানো অবস্থায় ৯ বোতল করে মোট (৯+৯)=১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যাহার প্রত্যেকটা কর্কযুক্ত এবং প্রত্যেকটির ওজন ১০০ মিলি করে।যার মোট মূল্য-১৪,৪০০/- (চৌদ্দ হাজার চারশত) টাকা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg