গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা মুন্সির নৌকা মার্কা বিজয়ের লক্ষে গোয়ালন্দ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১১ঘটিকার সময় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত।
আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, জেলা শ্রমিক লিগের সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রমজান আলী খান,গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, মামুনুর রশীদ গুলজার হোসেন মৃধা,পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডল,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলসহ উপজেলা,পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল নেতাকর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, যারা দলের মধ্যে থেকে নৌকার বিরোধিতা করছেন তারা ভুল পথে আছেন।জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নাই। গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোস্তফা মুন্সি একজন সৎ,যোগ্য, দানশীল, পরোপকারী , সমাজসেবক, তিনি করোনা কালীন সময়ে গোয়ালন্দের অসহায় মানুষের পাশে সাহায্যের যে হাত বারিয়েছেন, মানুষের দারে দারে গিয়ে যে অনুদান দিয়েছেন সেটা বিবেচনা করলে গোয়ালন্দের মানুষ অবশ্যই নৌকাকে বিজয়ী করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, আলহাজ্ব মোস্তফা মুন্সি উপজেলা চেয়ারম্যান হলে জনগনের সেবক হিসেবেই কাজ করে যাবেন। সারাদেশের ন্যায় গোয়ালন্দেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ী করতে নেতা কর্মী দেরকে নিরলস কাজ করে যেতে বলেন। দলের কেউ যদি নৌকার বিপক্ষে কাজ করে তাহলে সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে। গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত বলে আশা প্রকাশ করে তিনি বক্তব্য শেষ করেন।
ফিরোজ আহমেদ
গোয়ালন্দ