ঈদের পর খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

0Shares

সুকান্ত বিশ্বাস।।

“ঈদের পর খুলে যাচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান” এমন সংবাদ প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকগুলো সংবাদ মাধ্যমই “ঈদের পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান” এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। কিন্তু, আদতে এরকম কোন সিদ্ধান্তই নেয় নি শিক্ষামন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেইসবুক পেইজ এর মাধ্যমে প্রচার করা হচ্ছে “ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার”। সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হল।

শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সাথে সাথেই গণমাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।
ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোন বোর্ড নেই।”

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg