দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ এবং সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা এ সময় অবিলম্বের নারী ও শিশু র্নিযাতন বন্ধে সরকারকে জোর পদক্ষেপ গ্রহনের দাবী জানান।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, আমরাই পারি পারিবারিক নির্যাতন জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য কহিনুর বেগম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহম্মেদ রিপন, হেলাল আহম্মেদ প্রমুখ।