পাংশায় আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নির্মাণে ইউনিয়নওয়ারী ঢেউটিন বিতরণ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

0Shares

আজ বুধবার (২৫ নভেম্বর ২০২০) সকাল ১০:৩০ মিনিটে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৬ টি ইউনিয়নে এই আশ্রায়ন-২ প্রকল্পের ঘর নির্মাণ ইউনিয়নওয়ারী ঢেউটিন বিতরণ করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা প্রকৌশলী, বাবুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ইমান আলী সরদারসহ উপজেলায় কর্মরত কর্মকর্তাগণ।

পাংশা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, মৌরাট ও বাবুপাড়া ইউনিয়ন।

আলামীন হোসেন শাকির
পাংশা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg