আজ মহা নবমী। খুবই সীমিত আকারে পালিত হচ্ছে রাজবাড়ীর কাত্যায়ানী পূজা, আলোকসজ্জা নেই, মেলা নেই, নেই কোনও উৎসবের আমেজ। তবু দেবীর বোধনের মাধ্যমে শুরু হয়েছে কাত্যায়নী পূজা। মহামারি করোনার কারণে এবার এ উৎসব প্রাণহীন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দশমীর মাধ্যমে শেষ হবে এ পূজা।
লক্ষ্ণীকোল হরিসভা মন্দিরের কাত্যায়ানী পূজা কমিটির সভাপতি শ্যাম সরকার ও সাধারণ সম্পাদক শুকান্ত রায় রাজবাড়ী টেলিগ্রাফকে জানান, শারদিয়া দুর্গা পূজার এক মাসের মধ্যেই এই পূজা অনুষ্ঠিত হয়। জাতি, ধর্ম, নির্বিশেষে সকল স্তরের মানুষ এই উৎসব উপভোগ করেন। এ বছর করোনার কারণে সীমিত আকারে আয়াজন করা হয়েছে। পুলিশ-প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।
আজ সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান ( শঙ্খধ্বনি, উলুধ্বনি) আয়োজন করা হয়। মন্দিরের আশেপাশের মা-বোনেরা সহ অনেকে এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়া ছেলেদের জন্য আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।