সংবাদপত্রে খবর প্রকাশের জন্য সঠিক স্থানে সঠিক শব্দটি বাসানো প্রয়োজনীয়। কেননা সংবাদপত্র অনেকের জন্য ভাষা শিক্ষার প্রধান বাহন। তাই সাংবাদিকের শুদ্ধ শব্দ ও বাক্য ব্যবহারে সচেতন থাকা প্রয়োজন।
নারী, নাড়ী
নারী- মহিলা, নারী জাতি শিক্ষায় পিছিয়ে রয়েছে।
নাড়ী- রক্তবাহী শিরা, সন্তান নাড়ীর টানে মায়ের নিকট ফিরে আসে।
প্রাক্তন, সাবেক
প্রাক্তন: গত হওয়া সময় তূলনামূলক কম হলে সাধারণত প্রাক্তন শব্দটি বসে। ব্যক্তির ক্ষেত্রে প্রাক্তন শব্দটা বেশি বসে। যেমন, প্রাক্তন শিক্ষক
সাবেক: গত হওয়া সময় তূলনামূলক বেশি হলে সেখানে সাবেক শব্দটি বসে। যেমন, সাবেক সোভিয়েত ইউনিয়ন।
শলাপরামর্শ, সলাপরামর্শ
শলাপরামর্শ: সু পরামর্শ ক্ষেত্রে শলাপরামর্শ শব্দটি ব্যবহার হয়। যেমন, চিকিৎসগণ রোগীকে আরও ভালো চিকিৎসা কিভাবে দেয়া যায় সে বিষয়ে শলাপরামর্শ করলেন।
সলাপরামর্শ : কুপরামর্শ। রহিম দালাল সুমনকে শায়েস্তা করার জন্য অন্যদের সাথে সলাপরামর্শ করলেন।
বিবাদী, বিবাদি
বিবাদী : মামলার বিরোধী পক্ষ।
বিবাদি: বিবাদের বিষয়বস্তু। বিবাদি সম্পক্তি কিনে রহিম মামলায় জড়িয়ে পড়লেন।
দাশ, দাস
দাশ: মৎস্যজীবি জাতিবিশেষ। আবার হিন্দু সামাজিক প্রথা অনুযায়ী কেউ কেউ দাশ লেখেন। যেমন, জীবনানন্দ দাশ।
দাস: ক্রীতদাস। বেলাল ছিলেন ক্রীতদাস। আবার হিন্দু জাতপ্রথায় শূদ্র বা নীচুবংশ হিসাবে দাস ব্যবহৃত হয়। যেমন, হরিশংকর দাস।
বাটা, বাঁটা, ভাটা ভাঁটা
বাটা
পেষণ করা = বাটা হলুদগুোল এ দিকে দাও।
পানের বাটা = পানের বাটা সামনে আছে।
বাঁটা
ভাগ করা = আম গুলো চার অংশে বাঁট কর।
বণ্টন করা = দশ টাকা গরিবদের মাঝে বাঁট করে দাও।
ভাটা,
মন্দা= তার ব্যবসায় ভাটা পড়েছে।
জোয়ার ভাটা = জোয়ার ভাটা দেখে নদীতে নামিও।
ভাঁটা
ইট ভাঁটা= ইটভাঁটার ধোঁয়ায় সব অন্ধকার।
যৌবন ভাঁটা= একদিন এ যৌবনে ভাঁটা পড়বে।
গাজী সাইফুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, রাজবাড়ী টেলিগ্রাফ’।