পাংশায় বীর মুক্তিযােদ্ধা ও জেলা কৃষকলীগের সভাপতির স্মরণ সভায় কাজী কেরামত আলী এম.পি

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, রাজনৈতিক চক্রান্তে নাদের মুন্সী খুন হয়েছেন।

দলের মধ্যে হাইব্রিড ঢুকিয়ে, সন্ত্রাসী ঢুকিয়ে তাদের দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। নাদের মুন্সী ছিলেন মনবান্ধব নেতা। খুনের শিকার হতে হবে এমন কোনাে কর্মকান্ডের সাথে তিনি জড়িত ছিলেন না। তিনি ছিলেন আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা। আওয়ামীলীগের দুঃসময়ে তিনি দলের জন্য অনেক কাজ করেছেন। তিনি নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি ছিলেন। সর্বপরি বীর মুক্তিযােদ্ধা ছিলেন তিনি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকতে উপজেলা পরিষদের একজন নির্বাচিত ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় দিনে দুপুরে গুলি করে হত্যা করার নেপথ্যে নিয়ে প্রশ্ন তুলে তার খুনের সাথে জড়িতদের আইনী আওতায় এনে বিচার দাবী করেন তিনি।

গতকাল ২১ নভেম্বর বিকেলে পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে বীর মুক্তিযােদ্ধা নাদের মুন্সীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়ােজিত আলােচনা ও দোয়া মাহফিল
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তক্যে এসব কথা বলেন তিনি। আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বীর মুক্তিযযােদ্ধা নাদের মুন্সীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন- পাংশায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজী, হামলা-মামলা দিয়ে দলের জন্য নিবেদিত ত্যাগী নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন করার দিন শেষ হয়েছে। আল্লাহ সীমা লংঘনকারীদের পছন্দ করেন না। সব কিছুরই শেষ আছে। রাজনীতিতে নক্ষত্রের পতন হলে তা চিরতরের জন্যই হয়। আপনারা অপেক্ষা করেন, সামনে জেলা আওয়ামীলীগের কাউন্সিল। কাউন্সিল হলেই সব ধুয়াশা কেটে যাবে। সব আবিস্কার শেষ হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ীর আওয়ামী লীগের সকল বিষয়ে অবহিত আছেন বলেও উল্লেখ করেন তিনি।

করােনার দ্বিতীয় ঢেউ মােকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে সবাইকে মাস্ক পরিধান করার গুরুত্বারােপ করেন আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের
চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী- ২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, সাবেক ডেপুটি এ্যাটনী জেনারেল এডভােকেট ফরহাদ আহমেদ,
সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠটিক কেন্দ্রীয় কৃষক লীগের সম্পাদক শেখ সােহেল রানা টিপু, রাজবাড়ী জেলা মুক্তিযযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার মােঃ আবুল হােসেন, জেলা আওমীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভােকেট মােঃ রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়াব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হােসেন, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলাম, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মােঃ রাকিবুল হাসান পিয়াল, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান ও দিবালােক কুন্ডু জীবন, মৃগী শহীদ দিয়ানত কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবু বক্কর খান ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুন্সী হাসানুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মরহুম নাদের মুন্সীর জৈষ্ঠপুত্র পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মােস্তফা মাহমুদা (হেনা মুন্সী)

জুলফিকার আলী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg