আজ (২১ নভেম্বর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে সমগ্র জেলায় সপ্তাহব্যাপী কোভিড -১৯ সংক্রমনের সম্ভাব্য Second Wave (দ্বিতীয় ঢেউ) মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী জেলা প্রশাসনের সকল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা কালেক্টরেটের কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও রোভার স্কাউট সদস্যগণ সহ প্রমুখ।